preparationexam is public knowledge Quiz Questions: Online GK Quiz Questions and Answers for exam preparation. Online Test public knowledge is one among the foremost important sections within the entire competitive exam, Campus and entrance online test. Evaluate your GK Online Quiz questions skills by trying the web GK questions exams and know your score. i will be able to provide all kinds of educa I will provide all types ofprovide note, pdf, vedio, and mock test chapter wise, exam wise.

Front

Monday, August 17, 2020

Histroy about 15 th august

                 PREPARATIONEXAM



$$১৫ই আগস্ট, ইতিহাসে আজকের দিনে$$

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳*♦ঘটনাবলী♦*🇮🇳🇮🇳🇮🇳

*• ১২৮১* সালে আজকের দিনে জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।
*• ১৮৫৪* সালে আজকের দিনে বাংলায় প্রথম রেলপথ স্থাপন হয়।🇮🇳🇮🇳
*• ১৮৭৫* সালে আজকের দিনে ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।
*• ১৮৮৯* সালে আজকের দিনে কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়।
*• ১৯৪১* সালে আজকের দিনে পানামা খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।🇮🇳🇮🇳
*• ১৯৪৭* সালে আজকের দিনে ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।
*• ১৯৪৭* সালে আজকের দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্ণর জেনারেলর হিসাবে শপথ গ্রহণ করেন।🇮🇳🇮🇳🇮🇳
*• ১৯৬৫* সালে আজকের দিনে ভারতে প্রথম দূরদশর্ন প্রদর্শিত হয়।
*• ২০০৮* সালে আজকের দিনে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন।🇮🇳🇮🇳

*♦জন্ম♦*🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*• ১৮৭২* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক *অরবিন্দ ঘোষ*(Sri Aurobindo)। তিনি কংগ্রেসের চরমপন্থী গ্রুপের নেতৃত্বে থাকাকালে বঙ্গভঙ্গ আন্দোলনে(১৯০৫-১৯১১) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ : The Life Divine , Savitri - Mother India , The age of Kalidasa , Essays on Gita .

*• ১৮৭৩* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ *রমাপ্রসাদ চন্দ*(Ramaprasad Chanda)। তিনি ছিলেন - ভারতীয় পুরাতত্ত্ব-বিভাগে নিযুক্ত স্কলার(১৯১৭), কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার(১৯১৯) এবং পরে নৃতত্ত্ব-বিভাগের প্রথম প্রধান, কলকাতা জাদুঘরের প্রত্নতত্ত্ব বিভাগের সুপারিন্টেন্ডেন্ট(১৯২১)।

*• ১৯১২* সালে আজকের দিনে মধ্যপ্রদেশে জন্ম গ্রহণ করেন বিখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী *ওস্তাদ আমির খাঁ*(Amir Khan)। তিনি ভারতের শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত(খেয়াল, তারানা)।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*• ১৯১৫* সালে আজকের দিনে কলকাতায় জন্ম গ্রহণ করেন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজকর্মী ও সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ *সত্যেন্দ্রনাথ মৈত্র*(Satyendranath Maitra)। 

*• ১৯২৬* সালে আজকের দিনে কালীঘাটে(কলকাতা) জন্ম গ্রহণ করেন বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি *সুকান্ত ভট্টাচার্য*(Sukanta Bhattacharya)। তার রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো: ছাড়পত্র(১৯৪৭), পূর্বাভাস(১৯৫০), মিঠেকড়া(১৯৫১), অভিযান(১৯৫৩), ঘুম নেই(১৯৫৪), হরতাল(১৯৬২), গীতিগুচ্ছ(১৯৬৫) প্রভৃতি।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*• ১৯৪৭* সালে আজকের দিনে নদীয়ার রানাঘাটে জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র জগতের মূলত হিন্দি অভিনেত্রী *রাখী গুলজার*(Rakhee Gulzar)। চার দশকব্যাপী সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এ সময়ে রাখী তিনবার ফিল্মফেয়ার পুরস্কার ও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভসহ অনেকগুলো পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারে রাখী সর্বমোট ১৬বার মনোনীত হয়েছেন।

*• ১৯৮৯* সালে আজকের দিনে মধ্যপ্রদেশে জন্ম গ্রহণ করেন উদীয়মান ভারতীয় ক্রিকেটার *ঈশ্বর পাণ্ডে*(Ishwar Pandey)।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

*♦মৃত্যু♦️*

*• ১৯৪২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মহাত্মা গান্ধীর পারসনাল সেক্রেটারি গুজরাটের *মহাদেব দেশাই*(Mahadev Desai)। তিনি সুরাট হাই স্কুল এবং মুম্বাইয়ের এলফিনস্টন কলেজ থেকে শিক্ষা লাভ করেন। বি.এ. ডিগ্রির সাথে স্নাতক ডিগ্রিও লাভ করেন। তিনি ১৯১৩ সালে এল.এল.বি. পাশ করেন এবং বম্বে কেন্দ্রীয় সহকারী ব্যাংকে পরিদর্শক হিসেবে নিয়োগ পান। বুদ্ধরূপ গান্ধীর আনন্দ, সক্রেটিস রূপ গান্ধীর প্লেটো, গান্ধীর বসওয়েল বিভিন্ন ভাবে তিনি বর্ণিত হয়েছেন।

*• ১৯৭৮* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার বাসিন্দা বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক বাণীকুমার নামে সুপরিচিত *বৈদ্যনাথ ভট্টাচার্য*(Bani Kumar)। পঙ্কজকুমার মল্লিক ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সমসাময়িক বাণীকুমার ১৯৩০-এর দশক থেকে সুদীর্ঘকাল অল ইন্ডিয়া রেডিওয় বেতারকেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন।

*• ১৯৯৪* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি কবি ও সাহিত্য সমালোচক *হরপ্রসাদ মিত্র*(Haraprasad Mitra)। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'চন্দ্রমল্লিকা'(১৯৩৫), 'পৌত্তলিক'(১৯৪১), 'ভ্রমণ'(১৯৪৩), 'চুনিপান্নার কান্না'(১৯৪৫), 'তিমিরাভিসার'(১৯৫৪) প্রভৃতি। এছাড়া তিনি রচনা করেছেন 'বাংলা কাব্যে প্রাক রবীন্দ্র'(১৯৪৬), 'সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ও কাব্যরূপ'(১৯৫৫) প্রভৃতি সমালোচনা গ্রন্থ।🇮🇳🇮🇳🇮🇳

*♦অন্যান্য♦*

*• আজ ১৫ই আগস্ট  - ভারতের স্বাধীনতা দিবস।* ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট স্বাধীনতা লাভ করেছিল আমাদের দেশ। আজ দেশজু়ড়ে পালিত হবে ৭৪তম স্বাধীনতা দিবস। প্রতি বছরই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী। তারপরে হয় ভারতীয় সেনার বিভিন্ন ব্যাটেলিয়নের ন্যাশনাল প্যারাড। অনেক জায়গায় এদিন আকাশে ঘুড়িও ওড়ানো হয়ে থাকে। 

*• আজ ১৫ই আগস্ট - বাংলাদেশের জাতীয় শোক দিবস।* ১৫ আগস্ট ১৯৭৫, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন ৷ সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ৷ এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন ৷ ১৫ আগস্ট নিহত হন মুজিব পরিবারের সদস্যবৃন্দ: ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল; পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল; ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি ৷ বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিলউদ্দীন, তিনিও তখন নিহত হন ৷ দেশের বাইরে থাকায় বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা ৷প্রতি বছর ১৫ আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের, পালিত হয় জাতীয় শোক দিবস৷


🙏🙏🙏S.p.m🙏🙏🙏

No comments:

Translate