1) মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কংসাবতী
2) জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ আলিপুরদুয়ার
3) পশ্চিমবঙ্গ সর্বউচ্চ শৃঙ্গের উচ্চতা কত?
উত্তরঃ 3,631
4)কার্শিয়াং শব্দের অর্থ কি?
উত্তরঃ The land of white orchids
5) Chicken's Neck কি?
উত্তরঃ দিনাজপুর সংকীর্ণ অঞ্চল
6) মামা ভাগনে পাহাড় কোন জেলায়?
উত্তরঃ বীরভূম
7) মৃতপ্রায় ব-দ্বীপ সমভূমি কোন অংশে দেখা যায়?
উত্তরঃ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া
8)বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ সাংচুলা
9) পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতিকে কটি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ 3 টি
10)তিস্তার পূর্বের অঞ্চল কি নামে পরিচয়?
উত্তরঃ ডুয়ার্স
11)♻বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কতটি.?
→৫০টি।
♻বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ কতটি.?
→৩৯টি।
♻বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ কতটি.?
→১১টি।
♻স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে.?
→কার।
♻ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে.?
→ফলা।
♻বাংলা বর্ণমালায় ফলা কতটি.?
→৬টি।
♻বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি.?
→১০টি।
♻বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি.?
→৮টি।
♻বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি.?
→৩২টি।
♻বাংলা ভাষায় বর্ণমালা কয়টি.?
→১টি।
12)জামা মসজিদ কোন রাজ্যে অবস্থিত?
,, =দিল্লি
- By..... examprepration.blogspot.com

No comments:
Post a Comment