preparationexam is public knowledge Quiz Questions: Online GK Quiz Questions and Answers for exam preparation. Online Test public knowledge is one among the foremost important sections within the entire competitive exam, Campus and entrance online test. Evaluate your GK Online Quiz questions skills by trying the web GK questions exams and know your score. i will be able to provide all kinds of educa I will provide all types ofprovide note, pdf, vedio, and mock test chapter wise, exam wise.

Front

Friday, May 8, 2020

WBPSC নতুন ফলাফল প্রকাশ করল দুটি পরীক্ষার

প্রতীকি ছবি

লকডাউনের মধ্যেই ২টি পরীক্ষার ফল প্রকাশ করল WBPSC


  • সূত্রের খবর, লকডাউন উঠলেই ফের বিভিন্ন পদে পরীক্ষা নেওয়া শুরু করবে PSC. তবে পরীক্ষা নেওয়া হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের শর্ত মেনে।

করোনা পরিস্থিতির মধ্যেই ২টি নিয়োগপরীক্ষার ফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দুটি পদেই নিয়োগপ্রক্রিয়া করোনার লকডাউনের আগে থেকে চলছিল। এর মধ্যে রাজ্যের পলিটেকনিকে গণিতের শিক্ষক পদে ৩৯ জনের নামের তালিকা প্রকাশ করেছে WBPSC. এছাড়া অ্যাসিন্টান্ট হর্টিকালচারিস্ট পদে ১২ জনকে ইন্টারভিউর জন্য তলব করেছে কমিশন। 

করোনার জেরে প্রায় দেড় মাস ধরে বন্ধ সব নিয়োগ পরীক্ষা। কপালে হাত চাকরিপ্রার্থীদের। সঙ্কটের এই মুহূর্তে আশার আলো দেখাল PSC. কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ব বজায় রেখে ফলাফল তৈরি করেছেন পিএসসির কর্মীরা। 

কমিশন সূত্রের খবর, আরও ২টি পদে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চলেছে তারা। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ১১৮টি পদ। এছাড়া সরকারি পলিটেকনিকে পদার্থ বিদ্যার ২০০ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে। দু’টি পদের জন্য পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে। চলছে ইন্টারভিউর তোড়জোড়। সূত্রের খবর, লকডাউন উঠলেই ফের বিভিন্ন পদে পরীক্ষা নেওয়া শুরু করবে PSC. তবে পরীক্ষা নেওয়া হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের শর্ত মেনে। 

 

বাঁকুড়া (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
Coronavirus Lockdown 3.0 Updates: এই জেলাগুলিতে কয়েকদিনের মধ্যে বাস চলতে পারে..

  • সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় বাস পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে। রাজ্যের পরিবহন দফতর সূত্রে খবর এমন খবর পাওয়া গিয়েছে। শর্তসাপেক্ষে কীভাবে বাস চালানো যায়, তা নিয়ে বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি বাস সংগঠনগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন পরিবহন আধিকারিকরা। সর্বাধিক ২০ জন যাত্রী নিয়ে পরিষেবার কারণে যে ক্ষতি হবে, তা সামাল দিতে বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হতে পারে। সরকারি বাসে অবশ্য ভাড়া বাড়বে না। কোন কোন রুটে বাস চালানো হবে, তা নিয়েও পরিকল্পনা চলছে। রাজ্যের কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে বাস চলতে পারে, তা দেখে নিন -
বিজেপির প্রচার ভোঁতা করার কৌশল জানাতে তৃণমূল জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে মমতা
  • সোশ্যাল ডিসট্যান্সিং মেনে প্রচারের কৌশল। এছাড়া রেশন দুর্নীর্তি নিয়েও এদিন মমতার ধমক খেতে পারেন বেশ কয়েকজন জেলা সভাপতি।
দলের ক্রিকেটারদের জন্য সবার সঙ্গে লড়তে রাজি ছিলেন সৌরভ, দরাজ সার্টিফিকেট নেহরার
  • দাদার সামনে চ্যালেঞ্জ ছিল নতুন একটা দল তৈরির। ধোনি সেদিক থেকে একটা তৈরি দল হাতে পেয়েছেন। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার।
‘আমার হিয়ার মাঝে’..রবীন্দ্র সুরে আজকের প্রজন্ম

নতুন প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত গায়কদের মধ্যে অন্যতম এঁরা। রবির গানকে নিজে গুণে ভিন্ন মাত্রা দিয়েছেন শ্রীকান্ত আচার্য,শ্রাবণী সেন,ইমনরা।

রবীন্দ্রনাথের শেষ বয়সের প্রিয়া! আজ সেই গল্পই শোনালেন চিত্রশিল্পী শ্রাবনী সরকার..

তাঁর কথা অনুসারে কেবল চিত্রকলারই একটি মৃত্যুহীন গুণ রয়েছে। অতীতে এবং বর্তমানে তার গুণ অপরিবর্তিত থাকে। ঠিক নোবেল জয়ের মতো তিনিই প্রথম ভারতীয় চিত্রশিল্পী যিনি ভারতবর্ষের বাইরে তাঁর চিত্র প্রদর্শনী করেছিলেন। এ এক লম্বা শিল্প নবজাগরণের গল্প।শোনালেন চিত্রশিল্পী শ্রাবনী সরকার, HT Bangla কবি প্রণাম

কবি পক্ষ…গুরু রবীন্দ্রনাথ, শিষ্য হরিচরণ, সৃষ্টির নাম বঙ্গীয় শব্দকোষ  

দ্বিজেন ঠাকুর তো মজা করে ছড়াই বেধে ফেলেছিলেন। ' কোথা গো মেরে রয়েছো তলে / হরিচরণ, কোন গরতে? বুঝেছি , শব্ দ - অবধি জলে / মুঠাচ্ছ খুব অরথো।' হরিচরণ বন্দোপাধ্যায়, তিনি বাংলা ভাষার অহঙ্কার এবং রবীন্দ্রনাথের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই কথায় আজ রবীন্দ্র অনুরাগী ইন্দিরা চক্রবর্তী।

কাটা ছেঁড়া,রিমেক কিংবা শুধুই অনুপ্রেরণা-চলচ্চিত্রে আজও অম্লান রবি-ভাবনা
  • শতাব্দী বদলেছে কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টি ফিরে ফিরে এসেছে সিনেমায়। সাদাকালো যুগ থেকে ২০২০-আজকের প্রজন্মের চলচ্চিত্র পরিচালকদের ভাবনাতেও রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতি।
লকডাউনে বিচ্ছিন্ন শ্রমিকদের জন্য চালু হেল্পলাইনে আসছে মোবাইল রিচার্জ করার আর্জিও!
  • ৩১টি রাজ্যে মন্ত্রকের ২০টি হেল্পলাইন ফোন নম্বর সামলানোর দায়িত্বে রয়েছেন ৭৫ জন শীর্ষস্থানীয় আধিকারিক।
আচমকা কোনও গন্ধ পাচ্ছেন না, খাবারে স্বাদ মিলছে না? আপনি করোনা পজিটিভ হতে পারেন

আচমকা খাবারে স্বাদ পাচ্ছেন না। বা কোনও গন্ধ পাচ্ছেন না। এটা করোনার চিহ্ন হতে পারে বলে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিপোর্টে। 

এর আগে করোনার চিহ্ন হিসাবে জ্বর, শুকনো কাশি, নিশ্বাসের কষ্টকে চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা। কিন্তু এই রিপোর্ট অনুযায়ী আচমকা যদি আপনার জিভ ও কানের ইন্দ্রিয় শিথিল হয়ে পড়ে, সেটি করোনার চিহ্ন হতে পারে। সেই পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন করে করোনা পরীক্ষা করে নেওয়াই কাম্য। বিশেষত এটি প্রযোজ্য যারা কোভিড যোদ্ধা,তাদের জন্য। 

যারা ঘ্রাণের অনুভুতি পাচ্ছেন না, অন্যদের থেকে তাদের দশগুন সম্ভাবনা বেশি করোনা পজিটিভ হওয়ার বলে রিপোর্টে উঠে এসেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এখানে ভাইরাসের প্রভাব তেমন জোরালো নয় ও কয়েক সপ্তাহ বাদেই আক্রান্তরা ফের ঘ্রাণ ও স্বাদের ক্ষমতা ফিরে পেয়েছেন।

 

করোনা নিয়ে রাজ্য সরকারের পারফর্মেন্সে কী বলছে জনতা? জানতে অনলাইনে সমীক্ষা BJP-র
  • করোনা নিয়ে রাজ্য সরকারের তৎপরতা, পরিস্থিতি সামলানোর ক্ষমতা ও তথ্য গোপনের অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কী ভাবছে তা জানতেই এই সমীক্ষা।

No comments:

Translate