preparationexam is public knowledge Quiz Questions: Online GK Quiz Questions and Answers for exam preparation. Online Test public knowledge is one among the foremost important sections within the entire competitive exam, Campus and entrance online test. Evaluate your GK Online Quiz questions skills by trying the web GK questions exams and know your score. i will be able to provide all kinds of educa I will provide all types ofprovide note, pdf, vedio, and mock test chapter wise, exam wise.

Front

Thursday, May 21, 2020

ভারতের সংবিধান এর কিছু প্রশ্নউত্তর যা পরীক্ষায় প্রায় আসে ###

##ভারতের সংবিধান কিছু  প্রশ্ন উত্তর ##

1. রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট – 14 জন সদস্য নিয়োগ করতে পারে I

2. কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগত ভাবে সুপ্রিমকোর্টের কাছে বিচার চাইতে পারে – সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী I

3. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে – আমেরিকা থেকে I

4. রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় – 6 সপ্তাহ I

5. রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন – মুখ্যমন্ত্রী I

6. Suffrage এর অর্থ হল -ভোট দানের ক্ষমতা I

7. হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ শেষের আগে অপসারণ করতে পারে – রাষ্ট্রপতি, সংসদের উভয় কক্ষের সম্মতিক্রমে I

8. সংখ্যালঘুদের সার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় ধারা হল – 29 নম্বর ধারা I

9. সুপ্রিমকোর্টের সর্বাধিক সংখ্যক বিচারপতি – 31 জন I

10. ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন – রাষ্ট্রপতি I

11. ভারতের প্রথম মহিলা বিচারপতি নিয়োগ হয় – হিমাচল হাইকোর্টে I

12. পরিকল্পনা কমিশন গঠিত হয় – 1950 সালে I

13. পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম ভাবেন – জওহর লাল নেহেরু I

14. মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে – সুপ্রিম কোর্ট I

15. জম্মু-কাশ্মীরের বিধান সভার সময়কাল – 6 বছর I

16. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় – 44 তম সংবিধান সংশোধনীতে I

17. কম্পট্রলার বা অডিটর জেনারেল নিয়োগ করেন – রাষ্ট্রপতি I

18. বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করা হয়েছে -50 তম নির্দেশাত্মক নীতিতে I

19. সাংসদ না হয়েও সংসদকে সম্বোধন করার অধিকার থাকে – অ্যাটর্নি জেনারেলের I

20. অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় – 76 এর 1 নম্বর ধারায় I

21. প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নূন্যতম বয়স 25 বছর I

22. রাষ্ট্রপতি দ্বারা বিল বাতিল করার ক্ষমতা হলো – ভেটো I

23. যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের অধিকার – রাষ্ট্রপতির I

24. আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে – তিন বার ।

25. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষিত হয় 356 নম্বর ধারায় I

26. আর্থিক জরুরি অবস্থা জারি হয় – 360 নম্বর ধারায় I

27. জতীয় জরুরি অবস্থা জারি হয় – 352 নম্বর ধারায় I

28. রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি I

29. লোকসভার কার্যকাল মেয়াদ 5 বছর I

30. রাজ্য সভার কার্যকাল মেয়াদ 6 বছর I

31. যৌথ অধিবেশনে ভাষণ দেন – রাষ্ট্রপতি I

32. অর্থ বিল উত্থাপিত হয় – লোকসভায় I

33. অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন I

34. লোকসভার সদস্য পদত্যাগ পত্র জমা দেন – স্পিকার কে I

35. ভারতের লোকসভার প্রথম স্পিকার – জি.ভি. মাভলঙ্কার I

36. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন – রাষ্ট্রপতি I

37. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর I

38. হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর i

39. হাই কোর্ট 226 নম্বর ধারা বলে লেখ্ (Write) জারি করতে পারে I

40. সংবিধানের 163/1 নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধিন ক্ষমতারকথা বলা হয়েছে I

41. বিজেপির জন্ম হয় 1980 সালে I

42. ফরওয়ার্ড ব্লকের জন্ম হয় -1939 সালে I
43. নির্দেশ মূলক নীতি বর্ণিত আছে Part IV তে I

44. 19-22 নম্বর ধারায় স্বধীনতার অধিকার বর্ণিত আছে I

45. 51/ক নম্বর ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে I

46. সংবিধান সংশোধনী বিল পাস হয় – সংসদের উভয় কক্ষে I

47. ভারতীয় গণপরিষদে মোট কমিটি ছিল – 22 টি I

48. ইমপিচম্যান্ট করা যায় – রাষ্ট্রপতি কে I
49. স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন – আর.কে চেত্তি I

50. পুলিশ ও স্বশস্ত্র বাহিনীতে নিযুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে পার্লামেন্ট – 33 নম্বর ধারায় I

51. রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী আইন প্রণয়ন করলে তা বাতিল হয় – 13/2 নম্বর ধারায় I

52. বল প্রয়োগের দ্বারা বেগার খাটানো যাবে না বলা হয়েছে – 23 নম্বরধারায় I

53. প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে 21/A নম্বর ধারায় I

54. 14 বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ কথা বলাহয়েছে 24 নম্বর ধারায় I

55. রাজ্য পালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতার কথা বলা হয়েছে 161 নম্বরধারায় I

56. পঞ্চায়েতের গঠণ সংক্রান্ত ধারা 243/C

57. নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে 324 নম্বর ধারায় I

58. প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দানের কথা বলা হয়েছে – 350/A নম্বর ধারায় I

59. জম্মু-কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে 370 নম্বর ধারা বলে I

60. আইন স্বীকৃতি কর্তৃপক্ষ ছাড়া কোন ব্যাক্তিকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা – 300/A নম্বর ধারা বলে I

61. 248 ধারা বলে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে – পার্লামেন্ট কে ।

62. পার্লামেন্টের অতিরিক্ত আদালত গঠনের ক্ষমতা আছে 247 নম্বর ধারায় I
63. 44 তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে I

64. 24 তম সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকবে I

65. 42 নম্বর সংবিধান সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজ তান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ’ কথা দুটি যুক্ত হয়েছে I

66. সংবিধানের প্রথম তফসিলে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে I

67. সংবিধানের দ্বিতীয় তফসিলে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিগন লোকসভা ও বিধান সভার অধ্যক্ষগন ও উপঅধ্যক্ষগন, কম্পট্রলার ও অডিটর জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে I

68. সংবিধানের তৃতীয় তফসিল হল – শপথ বা প্রতিজ্ঞার অনুমোদিত রূপ I

69. সংবিধানের চতুর্থ তফসিলে রাজ্যসভার আসন নির্ধারণ করা হয়েছে I

70. পঞ্চম তফসিল তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকার প্রশাসনিক কাঠামো সম্পর্কে আলোচনা করে I

71. ষষ্ঠ তফসিল আলোচনা করে অসম,মেঘালয় ত্রিপুরা,মিজোরাম প্রভৃতি রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকার প্রশাসনিক কাঠামো সম্পর্কে I

72. কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার আলোচনা ক্ষেত্র হলসপ্তম তফসিল I

73. অষ্টম তফসিল ভাষা সংক্রান্ত I

74. কিছু আইন ও নিয়মবিধির বলবত্ যোগ্যতা সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে – নবম তফসিলে I

75. দশম তফসিলের বিষয়বস্তু – দল পরিবর্তনের কারণে অযোগ্যতা I

76. পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব ও দায়্ত্বি সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে – একাদশ তফসিলে I

77. পৌরসভার ক্ষমতা কর্তৃত্ব ও দায়্ত্বি সম্পর্কে আলোকপাত করা হয়েছে – দ্বাদশ তফসিলে I

78. কলকাতা করপোরেশনের প্রধান কর্মকর্তা – মেয়র I

79. পঞ্চায়েত সমিতির কার্য নির্বাহী আধিকারিক – BDO

80. সংবিধানের ষোড়শ অংশে সংখ্যালঘুদের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছে I

81. ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে – 52 তম সংবিধান সংশোধনীতে I

82. প্রথম ব্যালট ব্যবহার হয় – অস্ট্রেলিয়ায় I

83. চৌকিদারী ব্যবস্থা আছে – 124 নম্বর ধারায় I

84. ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় – পাঞ্জাবে 1951 সালে I

85. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের কথা আছে – 72 নম্বর ধারায় I

86. ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিল – কে.এম. মুন্সী I

87. সংবিধান চালু হওয়ার সময় স্বীকৃত ভাষা ছিল – 14 টি I

88. তথ্যের অধিকার আইন প্রযোজ্য হয় না জম্মু – কাশ্মীরে I

89. ভারতের স্বধীনতা আইন পাস হয় – 1947 এর 4 ঠা জুলাই I

90. সমান কাজের জন্য সমান মজুরির কথা বলা হয়েছে – 39/D নম্বর ধারায় I

91. রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার কথা বলা হয়েছে – 61 নম্বর ধারায় I

92. 18 নম্বর ধারার অধীনে – ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় I

93. পণপ্রথা সংক্রান্ত মৃত্যুর ধারাটি হল -304/A

94. নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে – 5-11 নম্বর ধারায় I

95. কেন্দ্রের প্রথম অকংগ্রেসী সরকার – জনতা সরকার I

96. মুদালীয়র কমিশন গঠিত হয় – 1952 সালে I

97. ভারতের মোট হাইকোর্ট – 24 টি I

98. ভারত স্বাধীন হওয়ার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন – ক্লিমেন্ট এটলি I

99. জাতীয় পতাকার নকশা গণপরিষদে গৃহীত হয় – 1947 সালের 22 সে জুলাই I

100. 86 তম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে I

  Exnamprepration


No comments:

Translate