##ভারতের সংবিধান কিছু প্রশ্ন উত্তর ##
1. রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট – 14 জন সদস্য নিয়োগ করতে পারে I
2. কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগত ভাবে সুপ্রিমকোর্টের কাছে বিচার চাইতে পারে – সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী I
3. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে – আমেরিকা থেকে I
4. রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় – 6 সপ্তাহ I
5. রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন – মুখ্যমন্ত্রী I
6. Suffrage এর অর্থ হল -ভোট দানের ক্ষমতা I
7. হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ শেষের আগে অপসারণ করতে পারে – রাষ্ট্রপতি, সংসদের উভয় কক্ষের সম্মতিক্রমে I
8. সংখ্যালঘুদের সার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় ধারা হল – 29 নম্বর ধারা I
9. সুপ্রিমকোর্টের সর্বাধিক সংখ্যক বিচারপতি – 31 জন I
10. ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন – রাষ্ট্রপতি I
11. ভারতের প্রথম মহিলা বিচারপতি নিয়োগ হয় – হিমাচল হাইকোর্টে I
12. পরিকল্পনা কমিশন গঠিত হয় – 1950 সালে I
13. পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম ভাবেন – জওহর লাল নেহেরু I
14. মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে – সুপ্রিম কোর্ট I
15. জম্মু-কাশ্মীরের বিধান সভার সময়কাল – 6 বছর I
16. সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় – 44 তম সংবিধান সংশোধনীতে I
17. কম্পট্রলার বা অডিটর জেনারেল নিয়োগ করেন – রাষ্ট্রপতি I
18. বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করা হয়েছে -50 তম নির্দেশাত্মক নীতিতে I
19. সাংসদ না হয়েও সংসদকে সম্বোধন করার অধিকার থাকে – অ্যাটর্নি জেনারেলের I
20. অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় – 76 এর 1 নম্বর ধারায় I
21. প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নূন্যতম বয়স 25 বছর I
22. রাষ্ট্রপতি দ্বারা বিল বাতিল করার ক্ষমতা হলো – ভেটো I
23. যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের অধিকার – রাষ্ট্রপতির I
24. আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে – তিন বার ।
25. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষিত হয় 356 নম্বর ধারায় I
26. আর্থিক জরুরি অবস্থা জারি হয় – 360 নম্বর ধারায় I
27. জতীয় জরুরি অবস্থা জারি হয় – 352 নম্বর ধারায় I
28. রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি I
29. লোকসভার কার্যকাল মেয়াদ 5 বছর I
30. রাজ্য সভার কার্যকাল মেয়াদ 6 বছর I
31. যৌথ অধিবেশনে ভাষণ দেন – রাষ্ট্রপতি I
32. অর্থ বিল উত্থাপিত হয় – লোকসভায় I
33. অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন I
34. লোকসভার সদস্য পদত্যাগ পত্র জমা দেন – স্পিকার কে I
35. ভারতের লোকসভার প্রথম স্পিকার – জি.ভি. মাভলঙ্কার I
36. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন – রাষ্ট্রপতি I
37. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর I
38. হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর i
39. হাই কোর্ট 226 নম্বর ধারা বলে লেখ্ (Write) জারি করতে পারে I
40. সংবিধানের 163/1 নম্বর ধারায় রাজ্যপালের স্বেচ্ছাধিন ক্ষমতারকথা বলা হয়েছে I
41. বিজেপির জন্ম হয় 1980 সালে I
42. ফরওয়ার্ড ব্লকের জন্ম হয় -1939 সালে I
43. নির্দেশ মূলক নীতি বর্ণিত আছে Part IV তে I
44. 19-22 নম্বর ধারায় স্বধীনতার অধিকার বর্ণিত আছে I
45. 51/ক নম্বর ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে I
46. সংবিধান সংশোধনী বিল পাস হয় – সংসদের উভয় কক্ষে I
47. ভারতীয় গণপরিষদে মোট কমিটি ছিল – 22 টি I
48. ইমপিচম্যান্ট করা যায় – রাষ্ট্রপতি কে I
49. স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন – আর.কে চেত্তি I
50. পুলিশ ও স্বশস্ত্র বাহিনীতে নিযুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে পার্লামেন্ট – 33 নম্বর ধারায় I
51. রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী আইন প্রণয়ন করলে তা বাতিল হয় – 13/2 নম্বর ধারায় I
52. বল প্রয়োগের দ্বারা বেগার খাটানো যাবে না বলা হয়েছে – 23 নম্বরধারায় I
53. প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে 21/A নম্বর ধারায় I
54. 14 বছরের কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ কথা বলাহয়েছে 24 নম্বর ধারায় I
55. রাজ্য পালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতার কথা বলা হয়েছে 161 নম্বরধারায় I
56. পঞ্চায়েতের গঠণ সংক্রান্ত ধারা 243/C
57. নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে 324 নম্বর ধারায় I
58. প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দানের কথা বলা হয়েছে – 350/A নম্বর ধারায় I
59. জম্মু-কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে 370 নম্বর ধারা বলে I
60. আইন স্বীকৃতি কর্তৃপক্ষ ছাড়া কোন ব্যাক্তিকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা – 300/A নম্বর ধারা বলে I
61. 248 ধারা বলে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে – পার্লামেন্ট কে ।
62. পার্লামেন্টের অতিরিক্ত আদালত গঠনের ক্ষমতা আছে 247 নম্বর ধারায় I
63. 44 তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে I
64. 24 তম সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকবে I
65. 42 নম্বর সংবিধান সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজ তান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ’ কথা দুটি যুক্ত হয়েছে I
66. সংবিধানের প্রথম তফসিলে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে I
67. সংবিধানের দ্বিতীয় তফসিলে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিগন লোকসভা ও বিধান সভার অধ্যক্ষগন ও উপঅধ্যক্ষগন, কম্পট্রলার ও অডিটর জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে I
68. সংবিধানের তৃতীয় তফসিল হল – শপথ বা প্রতিজ্ঞার অনুমোদিত রূপ I
69. সংবিধানের চতুর্থ তফসিলে রাজ্যসভার আসন নির্ধারণ করা হয়েছে I
70. পঞ্চম তফসিল তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকার প্রশাসনিক কাঠামো সম্পর্কে আলোচনা করে I
71. ষষ্ঠ তফসিল আলোচনা করে অসম,মেঘালয় ত্রিপুরা,মিজোরাম প্রভৃতি রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকার প্রশাসনিক কাঠামো সম্পর্কে I
72. কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার আলোচনা ক্ষেত্র হলসপ্তম তফসিল I
73. অষ্টম তফসিল ভাষা সংক্রান্ত I
74. কিছু আইন ও নিয়মবিধির বলবত্ যোগ্যতা সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে – নবম তফসিলে I
75. দশম তফসিলের বিষয়বস্তু – দল পরিবর্তনের কারণে অযোগ্যতা I
76. পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব ও দায়্ত্বি সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে – একাদশ তফসিলে I
77. পৌরসভার ক্ষমতা কর্তৃত্ব ও দায়্ত্বি সম্পর্কে আলোকপাত করা হয়েছে – দ্বাদশ তফসিলে I
78. কলকাতা করপোরেশনের প্রধান কর্মকর্তা – মেয়র I
79. পঞ্চায়েত সমিতির কার্য নির্বাহী আধিকারিক – BDO
80. সংবিধানের ষোড়শ অংশে সংখ্যালঘুদের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছে I
81. ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে – 52 তম সংবিধান সংশোধনীতে I
82. প্রথম ব্যালট ব্যবহার হয় – অস্ট্রেলিয়ায় I
83. চৌকিদারী ব্যবস্থা আছে – 124 নম্বর ধারায় I
84. ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় – পাঞ্জাবে 1951 সালে I
85. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের কথা আছে – 72 নম্বর ধারায় I
86. ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিল – কে.এম. মুন্সী I
87. সংবিধান চালু হওয়ার সময় স্বীকৃত ভাষা ছিল – 14 টি I
88. তথ্যের অধিকার আইন প্রযোজ্য হয় না জম্মু – কাশ্মীরে I
89. ভারতের স্বধীনতা আইন পাস হয় – 1947 এর 4 ঠা জুলাই I
90. সমান কাজের জন্য সমান মজুরির কথা বলা হয়েছে – 39/D নম্বর ধারায় I
91. রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার কথা বলা হয়েছে – 61 নম্বর ধারায় I
92. 18 নম্বর ধারার অধীনে – ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় I
93. পণপ্রথা সংক্রান্ত মৃত্যুর ধারাটি হল -304/A
94. নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে – 5-11 নম্বর ধারায় I
95. কেন্দ্রের প্রথম অকংগ্রেসী সরকার – জনতা সরকার I
96. মুদালীয়র কমিশন গঠিত হয় – 1952 সালে I
97. ভারতের মোট হাইকোর্ট – 24 টি I
98. ভারত স্বাধীন হওয়ার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন – ক্লিমেন্ট এটলি I
99. জাতীয় পতাকার নকশা গণপরিষদে গৃহীত হয় – 1947 সালের 22 সে জুলাই I
100. 86 তম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে I
Exnamprepration

No comments:
Post a Comment