preparationexam is public knowledge Quiz Questions: Online GK Quiz Questions and Answers for exam preparation. Online Test public knowledge is one among the foremost important sections within the entire competitive exam, Campus and entrance online test. Evaluate your GK Online Quiz questions skills by trying the web GK questions exams and know your score. i will be able to provide all kinds of educa I will provide all types ofprovide note, pdf, vedio, and mock test chapter wise, exam wise.

Front

Saturday, May 23, 2020

ইতিহাসের কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর

ইতিহাস বিষয়ক ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর +

১ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে? → ১৭৭০ সালে।


০২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়? → ১৭৮২ সালে।

০৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? → ডাফর।

০৪. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? → মঙ্গল পান্ডে।

০৫. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? → ১৮৬৪ সালে।

০৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? → মর্লেমিন্টো।

০৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? → ফার্সি।

০৮. চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? → ১৭৯৩ সালে।

০৯. জামা মসজিদ কে নির্মান করেন? → শাহজাহান।

১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? → কৃষ্ণকুমার মিত্র।

১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? → ঔরঙ্গজেব।

১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? → শিবাজী।

১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? → জাহাঙ্গীরের আমলে।

১৪. মালিক কাফুর কে ছিলেন? → আলাউদ্দিন খলজির সেনাপতি।

১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? → হরিহর।

১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? → খিজির খান।

১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? → ১৮৭৬ সালে।

১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? → অরবিন্দ ঘোষ।

১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? → ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়? → ১৭৬৪ সালে।

২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? → লালা হরদয়াল।

২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে? → ১৯২৮ সালে।

২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? → মাতঙ্গিনী হাজরা।

২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? → গান্ধীজি।

২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? → লর্ড মাউন্টব্যাটেন।

২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? → ১৯৪৬ সালে।

২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? → অজাতশত্রু।

২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? → বিম্বিসার।

২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? → নেতাজী সুভাষচন্দ্র বসু।

৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? → ১৯৩১ সালে।

৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? → ধর্মপাল।

৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? → হর্ষবর্ধন।

৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? → হর্ষবর্ধন।

৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? → দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

৩৫. মেঘদুত এর রচয়িতা কে? → কালিদাস।

৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? → প্রথম নরসিংহ বর্মন।

৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? → ৩২০ সালে।

৩৮. শকাব্দ কে প্রচলন করেন? → কনিষ্ক।

৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? → শিমুক।

৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? → দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৪১. কনিষ্কের সভাকবি কে ছিলেন? → অশ্বঘোষ।

৪২. গান্ধার শিল্প কোন যুগের? → কুষাণ যুগের।

৪৩. পুনা চুক্তি হয় কত সালে? → ১৯৩২ সালে।

৪৪. মাস্টারদা নামে কে পরিচিত? → সূর্য সেন।

৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? → যতীন দাস।

৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? → দিল্লি চুক্তি।

৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? → রামপ্রসাদ বিসমিল।

৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? → ১৯৩০ সালে।

৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? → ১৯১৭ সালে।

৫০. রাওলাট আইন পাস হয় কত সালে? → ১৯১৯ সালে।

৫১. খোদা সত্যাগ্রহ হয় কত সালে? → ১৯১৮ সালে।

৫২. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? → দক্ষিণ আফ্রিকার নাটালে।

৫৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? → চম্পারনে।

৫৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? → হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

৫৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? → ১৮৭৫ সালে।

৫৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? → ফারুকশিয়ার।

৫৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত? → গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে।

৫৮. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? → ১৭৮৪ সালে।

৫৯. বৃহৎকথা কে লেখেন? → গুণাঢ্য।

৬০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? → উইলিয়াম জোন্স।

৬১. সগৌলির সন্ধি হয় কত সালে? → ১৮১৬ সালে।

৬২. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? → চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে।

৬৩. বন্দীজীবন কে লেখেন? → শচীন সান্যাল।

৬৪. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? → ১৮৬৭ সালে।

৬৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? → ফাঁড়কে।

৬৬. বন্দেমাতরাম কি? → একটি ইংরেজী দৈনিক।

৬৭. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে? → শচীন্দ্রকুমার বসু।

৬৮. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? → ১৮৮৩ সালে।

৬৯. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? → ১৮৬৬ সালে।

৭০. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? → শিশির কুমার ঘোষ।

৭১. পরিব্রাজক রচনা করেন কে? → স্বামী বিবেকানন্দ।

৭২. কোল বিদ্রোহ হয় কত সালে? → ১৮৩১ সালে।

৭৩. খিলাফত আন্দোলন হয় কত সালে? → ১৯২০ সালে।

৭৪. দুদুমিয়া কে ছিলেন? → ফরাজি আন্দোলনের নেতা।

৭৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? → দোঁহা।

৭৬. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? → দয়ানন্দ সরস্বতী।

৭৭. ব্রহ্মানন্দ উপাধি কে পান? → কেশব চন্দ্র।

৭৮. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? → কেশব চন্দ্র।

৭৯. বিশ্বম্ভর কার নাম ছিল? → নিমাই এর।

৮০. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? → বৈষ্ণব।

৮১. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? → ব্রহ্মচর্য।

৮২. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? → পোদ্দন।

৮৩. নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন? → প্রথম দেবে রায়ের আমলে।

৮৪. বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? → ফিরোজ শাহ।

৮৫. ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে? → ১৮০০ সালে।

৮৬. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? → ১৮৩৫ সালে।

৮৭. উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে? → ১৮৫৪ সালে।

৮৮. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? → বেন্টিঙ্কের আমলে।

৮৯. কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? → ১৭৮১ সালে।

৯০. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? → ওয়ারেন হেস্টিংস।

৯১. পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে? → লর্ড কর্নওয়ালিস।

৯২. ভার্সাই সন্ধি কত সালে হয়? → ১৭৮৩ সালে।

৯৩. ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে? → ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।

৯৪. ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়? → ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।

৯৫. তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে? → টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে।

৯৬. অতীশ দীপঙ্কর কে ছিলেন? → বৌদ্ধ পণ্ডিত।

৯৭. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে? → লর্ড হেস্টিংস এর আমলে।

৯৮. পুরন্দরের চুক্তি হয় কত সালে? → ১৭৭৬ সালে।

৯৯. পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? → ইংরেজ ও মারাঠাদের মধ্যে।

১০০. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? → অশ্বত্থ।

Preparationexam


No comments:

Translate